মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী::
কক্সবাজার সদরে অবস্থিত দারুল উলুম লাইট হাউজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব (দা.বা.) এর বিশেষ শীর্ষ মহেশখালীর কৃতি সন্তান, ميزان اهل السنة والجماعة. (আরবী) ও ভোটের শরয়ী বিধানসহ বহু গ্রন্থপ্রনেতা হাফেজ মাওলানা নেজামুদ্দীন সাহেব (রহ.) আজ ২ জুলাই'২০ (বৃহস্পতিবার) দুপুর ১টা ৪০ মিনিটের সময় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপিস্থ মাঝের ডেইল তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন ধরে হার্ট ডায়াবেটিস সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭১ বছর এবং ৩ ছেলে ৫ মেয়ে রেখে যান। তিনি ৩৭ বছর যাবত উক্ত মাদ্রাসায় পরিচালকের পদে বহাল ছিলেন।
আজ এশার নামাজের পর মুন্সীর ডেইল ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে জানান তার পরিবার।
হাফেজ মাওলানা নেজামুদ্দীনের ইন্তেকালে দেশ-বিদেশের বিভিন্ন আলেম উলামাসহ মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা ও বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল শোক জানিয়েছেন।
No comments:
Post a Comment