মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে গোলাম মওলা খোকন নামের একব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার রায়পাশা গ্রামের সুলতান শেখের ছেলে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন,রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন জানান, বিগত দুই দিনে মহম্মদপুরে থেকে মোট ১১ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। তার মধ্যে পরীক্ষার ফলাফলে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে তাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।
মোঃ কামরুল হাসান।
মহম্মদপুর, মাগুরা।
মোবা-০১৭১৮-২০৮৩৫০.
No comments:
Post a Comment