
দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা দেশে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে আসা চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ১৬৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৮ জন চিকিৎসক। শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত এক হাজার ৩ জন চিকিৎসক, ৮৫৩ জন নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত সারা দেশে ৮৪ হাজার ৩৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
No comments:
Post a Comment