সৌদি আরবে আজ সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৬৪ জন করোনা রোগী। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৩০৬ জন।
সৌদিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৮১ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ১৪২ জনে। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২২ জন রোগী। এখন পর্যন্ত মোট মারা গিয়েছেন ৫২৫ জন রোগী।
সৌদি আরবে আজ নতুন সনাক্ত ১ হাজার ৮৮১ জনের মধ্যে রিয়াদে ৬৬৮, মক্কায় ১৬৪, মদিনায় ১৯, জেদ্দায় ২৯৩, দাম্মামে ২৯০,আল খোবার ১১, কাতিফ ২২,জুবাইল ৬২,হুফুফ ৩৯, হাইল ১৯, খুলাইছ ২১,আবহা ১০,ওয়াদি আল দাওয়াসির ১১,রাফিয়াহ্ আল জিমাহ্ ১৩,হুত্তাত বনি তামিম ৭,আফিফ ৭,বিশা ৭,হুরাইমলা ৫,ধুর্মা ৫,আরআর ৬,সুলাইল ৩,আল কামিল ৪,সাফওয়া ১০,রাস তান্নুরা ৪,খামিস মোসায়েত ৩,তায়েফ ১৭,তাবুক ৯,বুরাইদা ৬,হাফার আল বাতেন ৬,দাহরান ১৪,নাজরান ৮,মাহাইল আছির ৪,বেইশ ৪,সরোরাহ ৫,আল খারজ ২০,আল রাইন ৪,আল গুজ ২,আল মাজমাহ ৪,আল মাজমিয়াহ্ ২৪,লায়লা ৩,আল বাথা ৩,আল নামাস ৩,আল খাফজি ৩,আল মাজারদা ৪,আল জুলফি ৩,রিজাল আলমা ২,বিলাসমার ২,আল সিহান ২,নামিরাহ্ তে ২ জন সনাক্ত হয়।
এছাড়া আল গাজজালা,আল নারিয়াহ,আল বাশায়ের,আল জাফর,আহাদ রাফিদাহ্,আল গুজ,আল ওয়ুন, আল বিজাদিয়াহ,আল আরতুইয়াহ,ইয়াদমা,আলায়দবি,আল হারথ,আল সেমলি এ ১ জন করে নতুন করোনা রোগী সনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়।
No comments:
Post a Comment