শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৮ জনে।
সোমবার (১৫ জুন) পিসিআর মেশিনে ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনা জেলার নমুনা ছিলে ১৬৯টি, বাকিগুলো অন্য জেলার।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে সোমবার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, পজেটিভ রিপোর্টের মধ্যে খুলনায় ৪২, যশোর ১, সাতক্ষীরা ৭, বাগেরহাটে ৬, নড়াইল ১, মাগুরা ১ জন, পিরোজপুর ১ জন ও পঞ্চগড়ের ১ জন রয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪১০ জন। সুস্থ হয়েছে ৪১৯ জন ও বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন।
No comments:
Post a Comment