
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভস), সিনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) আহ্বায়ক ডা. নিরুপন দাস। তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মির্জা নাজিম উদ্দিন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ডা. নিরুপন দাস বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা যায়, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।
No comments:
Post a Comment