আজ বুড়িগঙ্গা নদীতে নৌ-দুর্ঘটনায় লঞ্চ ডুবে অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট।
কেন্দ্রীয় সভাপতি আবু সাফওয়ান ও সেক্রেটারি জেনারেল ইব্রাহিম হাসান হৃদয় এর যৌথ শোক বিবৃতিতে তারা শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় দূর্ঘটনায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনকে ধৈর্য্যধারনের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি মৃত ও আহতদের স্বজনদের প্রত্যেককে বড় অংকের ক্ষতিপুরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
বিবৃতিতে আরও বলেন, এটি নিছক দূর্ঘটনা নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ব্যর্থতার ফসল। প্রতিবার দূর্ঘটনার পরেই একটি তথাকথিত তদন্ত কমিটি করা হয়, যার অস্তিত্ব পরে আর খুঁজে পাওয়া যায় না। তাই এবারও দূর্ঘটনার যথাযথ কারণ উদঘাটিত হয়ে প্রকৃত দোষীদের শাস্তি হবে কিনা সে ব্যাপারে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তারা নৌরুটকে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
No comments:
Post a Comment