আবদুল করীম, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগের উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে এক প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করছে গ্রামের ১০ জন বখাটে যুবক।
জানাযায়, পাশের গ্রাম হাটিরপাড়ের মিজিবাড়ির মৃত আবুল কালামের মেয়ে নাসরিন আক্তার প্রতিবন্ধী মেয়েটি গত ৬ জুন, শনিবার সকাল ৯.৩০ এর সময় রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় বখাটেরা তাকে জোর পূর্বক রাস্তার পাশের বারিক সরকারের কবরস্থানে নিয়ে যায়। পরব একে একে সবাই মেয়েটিকে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারন করেন। ধর্ষণ শেষে নানান ধরনের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা।
উত্তর মানিকপুর হাজি বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের চৌকিদার বাড়ির ভুট্ট মিয়ার ছেলে সোহেল, মসজিদ বাড়ির গফুর মিয়ার ছেলে শাওন, চানমিয়া ভাট বাড়ির টোকন আলীর ছেলে আলী হোসেন, হাজী বাড়ির সৈয়দ আহাম্মেদের ছেলে খলিল, হাজী বাড়ির আবুল বাসারের ছেলে মাহফুজ, ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম মিলে মেয়েটিকে ধর্ষণ করেন।


পরে মেয়েটি বাড়িয়ে গিয়ে নিজের মাকে বিষয়টি অবগত করলে মা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি জানান। ইউনিয়ন পরিষদের ওই সদস্য বিষয়টি ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসিকে অবগত করেন, এবং ওই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেন মেয়ের মা।
ইউনিয়ন পরিষদে সমস্যার সমাধান না পেয়ে মেয়েটির মা থানায় মামলা করেন। এসময় আসামীরা অত্র গ্রাম ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ অভিযানে আজ সকালে আসামীদের গ্রেপ্তার করে সেনবাগ থানায় আটক করা হয়।
No comments:
Post a Comment