
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক, জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল আর নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজেউন)।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।
public voice
No comments:
Post a Comment