কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আবু ছিদ্দিক, করোনায় লকডাউনের মধ্যেও প্রতিমাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। তবুও তার বিল এসেছে গত কয়েক মাসের তুলনায় দ্বিগুন।
এ বিল হাতে পেয়ে দিশেহারা এসব গ্রাহক ছুটে আসেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে। তাদের জানানো হয়, পরিশোধ করা পুরনো বিল তাদের নতুন বিলে যুক্ত হওয়ায় তা দ্বিগুন হয়েছে। পরে দীর্ঘ হয়রানির পর সে বিল সংশোধন করা হয়।
এ ভুতুড়ে বিলের কবলে পড়ে এমন হাজার হাজার গ্রাহক এখন ভিড় করছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের দফতরগুলোতে।
এছাড়াও, বিলের কপিতে মিটার রিডিংয়ের স্থানে ব্যবহৃত ইউনিট শূন্য দেখালেও ইচ্ছে মতো বিলের অংক বসিয়ে তা আদায় করছে লক্ষ্মীপুর পল্লী বিদুৎ সমিতি।
ভুক্তভোগী ও সরেজমিন জানা গেছে, গ্রাহকরা মার্চ এবং এপ্রিল মাসের বিল পরিশোধ করলেও, বকেয়া দেখিয়ে মে মাসের বিলের সঙ্গে তা আবার যোগ করা হয়েছে।
জানুয়ারী বা ফেব্রুয়ারী মাসে যে বিল এসেছে এখন তার দ্বিগুন নেয়া হচ্ছে। মিটার রিডিং না দেখেই, অফিসে বসে খামখেয়ালি মতো এ বিল তৈরী করা হচ্ছে।
জুনের শুরু থেকে হাজারো গ্রাহক এমন অভিযোগ নিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভীড় করছেন।
শুধু যাদের পুরোন বিল নতুনের বিলের সাথে যুক্ত হয়েছে, তাদের নানা হয়রানির বিল সংশোধন করা হচ্ছে। যেসব বিল মিটার রিডিং না দেখে খামখেয়ালী মতো করা হয়েছে। সে বিষয়ে কোন সুরাহা করছে না পল্লী বিদ্যুৎ।
এতে হয়রানির শিকার গ্রাহকরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।
এছাড়া প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি বা সামাজিক সুরক্ষা দূরত্ব মেনে চলার বালাই নেই।
অসামঞ্জস্য বিল সমন্বয় করতে আসা গ্রাহকরা জড়ো হয়েছেন সমিতির বিলিং শাখায়। তাদের মধ্যে কোনরকম শারীরিক দূরত্ব ছিলো না।
বিল সংশোধন করতে আসা গ্রাহকরা সমিতির বিলিং শাখায় জড়ো হচ্ছেন। সেখানে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে বিল সংশোধন করে পুনরায় সমিতির ক্যাশ কাউন্টারে জড়ো হয়ে বিল পরিশোধ করছেন।
এতে করে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে উপজেলার বিভিন্নস্থান থেকে আগত গ্রাহকরা। যদিও করোনাকালীন সময়ে সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে অবস্থান নিতে বলা হয়েছে।
বিল পরিশোধ করতে আসা আজাদ নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, মে মাসে তাদের বিদ্যুতের যে বিল করা হয়েছে তাতে এপ্রিল মাসের বিলেও যোগ করে ৪১৭৫ টাকা করা হয়েছে।
এপ্রিল মাসের বিল তারা আগেই পরিশোধ করেছেন। এছাড়া তাদের ব্যবহৃত মিটার না দেখে অতিরিক্ত ইউনিটের বিল করা হয়েছে। তিনি বলেন, ‘মে মাসে আমাদের ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৩৯৫ ইউনিট।
কিন্তু বাস্তবে ব্যবহার হয়েছে একশ ইউনিটের মতো। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনলে তা সংশোধন করা হয়। এতে তিনি নানা হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে জানান।
তার মতো বেশ কয়েকজন গ্রাহক ব্যবহারের চেয়ে কয়েকগুণ ইউনিট উঠিয়ে অতিরিক্ত বিল করার মতো অভিযোগ করেছেন।
ক্ষুব্দ গ্রাহকরা জানান, ‘করোনাকালীন সময়ে জনগণকে ঘরে থাকার জন্য বলা হলেও পল্লী বিদ্যুতের ‘গলাকাটা’ বিলের কারণে ঘর থেকে বের হতে হয়েছে।
লকডাউনের মধ্যে সড়কে যানবাহন না থাকায় ভোগান্তি নিয়ে বিদ্যুৎ অফিসে আসতে হয়। অফিসে লোকজনেরও অনেক ভিড়। ভিড়ের মধ্যেই বিল সংশোধন করে তা পরিশোধ করতে হয়েছে।
বাস্তবতার সাথে বিলের এমন সামঞ্জস্য না থাকলে করোনাকালীন ঝুঁকি নিয়ে আমাদের অফিসে আসতে হতো না। এলাকাভিত্তিক ব্যাংকের শাখা বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিল পরিশোধ করা যেতো।
এদিকে জেলার কমলনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানবন্ধন করেন উপজেলার সংক্ষুব্ধ ভুক্তভোগীরা।
২২ জুন( সোমবার) সকাল ১০ ঘটিকায় সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল অাদায়ের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন উপজেলা বাসি।
এসময় উপস্থিত বক্তাগন বলেন বর্তমানে করোনা মহামারীর মধ্যে মানুষের আর্থিক অবস্হা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। সেই অবস্থায় বকেয়া টাকার উপর অতিরিক্ত জরিমানা হয়ে আসছে।
যেখানে মানুষের আর্থিক অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে সেখানে তারা কি করে বকেয়া বিল জরিমানা সহ পরিশোধ করবে। উল্লেখ্য সরকারের ঘোষণার পরও তারা কেন জরিমানা ধার্য্য করল তা নিয়ে জনমনে প্রশ্ন।
তাছাড়াও গ্রাহক হয়রানির শীর্ষে রয়েছে এই পল্লী বিদ্যুৎ সমিতি। বিল পরিশোধ করেও আবার নতুন বিলে যখন গ্রাহক বকেয়া বিল দেখে তখন তাদের জানালে তারা তাদের দায়বার একে অন্যের উপর দিয়ে থাকে।
তাই এই হয়রানি থেকে মুক্তি চাই।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবু তাহের বলেন, ‘করোনাকালীন সময়ে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্বরত কর্মীরা করোনার ভয়ে ঠিকমতো গ্রাহক প্রান্তে পৌঁছে রিডিং আনতে পারেনি। ফলে বিদ্যুৎ বিলে কিছুটা সামঞ্জস্য রয়েছে। কিন্তু গ্রাহক অফিসে বিলের কপি নিয়ে আসলে তা সমন্বয় করে দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিল বেশি নেওয়ার কোন সুযোগ নেই। কেউ বেশি দিলেও গ্রাহকের নির্দিষ্ট একাউন্টে পরবর্তী বিলের সাথে তা সমন্বয় করা হয়। যাদের বিলের সমস্যা আছে তারা যেন অফিসে এসে ঠিক করে নেয়।’
গ্রাহকদের স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওযার বিষয়ে তিনি বলেন, ‘আমরা অফিসে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি। আমাদের কর্মীরা সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করে গ্রাহক সেবা দিতেছে। কিন্তু গ্রাহকরা যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে আমাদের কি করণীয় আছে।’
তিনি বলেন, ‘আমাদের স্বল্প কর্মী থাকা স্বর্তেও আমরা নিরলসভাবে বিদ্যুৎ সেবা প্রদান করে যাচ্ছি।
No comments:
Post a Comment