মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ী চৌরাস্তা নামক স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। নিহত একজন উপজেলার মহিষমারা গ্রামের আবুল কাশেম(৫৫) অন্য জনের পরিচয় জানা যায়নি। নিহতদের প্রথমে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানেও অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে স্হানীয় জনগণ মধুুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ স্কয়ার কোম্পানির ঘাতক গাড়ীটিকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
No comments:
Post a Comment