শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শহীদ আলী (৩৫) নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনায় আসার পথে ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে। তার ছোট ভাই শেখ সোহেল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
সে জানান, সম্প্রতি আমের ব্যবসা করা যায় কিনা জানতে ভাড়ায় চালিত পিকআপ নিয়ে দিনাজপুর গিয়েছিলেন শহীদ আলী। শুক্রবার তার চাচা করোনায় মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ঈশ্বরদীতে একটি ট্রাকের সঙ্গে তার পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যান তার বড় ভাই শেখ শহীদ আলী।
শহীদ আলীর মরদেহ আনতে তার বড় বোন ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান সোহেল। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
No comments:
Post a Comment