আবদুল করীম, নোয়াখালী প্রতিনিধি।
আজ ১৪ জুন। বিশ্ব রক্তদাতা দিবস। সে উপলক্ষে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের(SBF) স্বেচ্ছাসেবকরা রক্তদান করেন। এক সময় অনেক মানুষ রক্ত সংগ্রহের অভাবে মৃত্যু বরণ করতো। কিন্তু বর্তমানে হাজারো ব্লাড ফাউন্ডেশন বা ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সংগ্রহ করে মানুষদের জীবনে হাসি ফুটিয়ে আনতেছে!
সেই ধারাবাহিকতায় সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন(SBF) ২০১৭ সালে ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩ বছরে ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকরা প্রায় ২ হাজার ব্লাড ডোনেট সম্পুর্ণ করার চেষ্টা করেছে। নোয়াখালী অন্যতম একটি ব্লাড ফাউন্ডেশন এটি। ফাউন্ডেশনটি দীর্ঘ ৩ বছরে বিভিন্ন সমাজিক কাজে অংশগ্রহণ করে, রমজানের মাসের সময় অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ, বিভিন্ন দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী পৌছে দেন। করোনা ভাইরাসে এই দুঃসময়ে পিছিয়ে নেই তাদের তাদের রক্ত সংগ্রহের কাজ। নিজের জীবন বাজি রেখে হাসপাতাল নিয়ে যাচ্ছে রক্তদাতাদের।
ফাউন্ডেশনের সভাপতি- মুহাম্মাদ নজরুল খান এবং সাধারণ সম্পাদক- মুহাম্মাদ ইমদাদুল হক ইয়াছিনের নেতৃত্বে ফাউন্ডেশনের কাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের আশা-প্রত্যাশা ভবিষ্যতে কোন মানুষ রক্তের অভাবে মৃত্যু মূখে পতিত না হয়, যেকোনো মুহুর্তে পাশে থাকার অনূভুতি প্রকাশ করেন।
রক্তদান মানে জীবনদান। রক্তদানে ইসলামে বাধা নাই। তবে রক্ত বিক্রি ইসলামে নিষেধ আছে। আমাদের এক ব্যাগ রক্ত হাসি ফোটাতে পারে একজন মায়ের, একজন বাবার, একজন বোনের, একজন ভাইয়ের, একজন স্ত্রীর, একজন স্বামীর, একজন সন্তানের। হয়তো আমাদের রক্তদানে বেঁচে যেতে পারে ভবিষ্যতের আলোর মূখ একজন শিশুর, একজন মৃত্যপতযাত্রী মানুষ, একটি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিটি। তাই, সবাই নিজের জায়গা থেকে সচেতন হলে রক্তের অভাবে কোন লোক মারা যেত না। তাই প্রত্যেক মানুষের নিয়মিত রক্তদান করা উচিত।
No comments:
Post a Comment