দুর্নীতি শব্দটি এখন বাংলাদেশে সাধারণ বিষয়!
কিন্তু এতো সাধারণ হবে কখনো চিন্তা ও করিনি।
আজ মনে হয় এদেশে কোন মানুষ বসবাস করে না! বরং বসবাস করে কিছু চোর আর চোরের সহযোগীরা।
মে যারা এই চোরের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের কে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তাদের কন্ঠরোধ করা হবে।
আজ নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে অনেকেই লজ্জাবোধ করেন! আসলে লজ্জাবোধ করা ছাড়া কোন উপায় ও নেই।কারণ ভিন্ন দেশের সংসদে দাঁড়িয়ে যখন বাঙালি হারামি বলে বক্তব্য দেয় সেদেশের সংসদ সদস্য তখন আমাদের লজ্জা পাওয়ার ই কথা। তবে যদি আমরা নির্লজ্জ বেহায়া হয় তাহলে ভিন্ন কথা।
এদেশের সংসদ সদস্য যখন অর্থ পাচার আর মানবপাচারের অপরাধের কারণে বিদেশে গ্রেফতার হয়ে কারাদণ্ড ভোগ করে তখন সত্যি ই লজ্জায় মাথা নিচু হয়ে আসে।
যেদেশে এই করোনা মহামারীর সময়ে ও এক হাসপাতালে শুধু ডাক্তারদের নাস্তার বিল আসে এক মাসে বিশ কোটি টাকা! সেদেশে দুর্নীতি কোন পর্যায়ে আছে একটু চিন্তা করে দেখবেন কি???
এদেশে পাটকল শ্রমিকদের বেতনের অভাবে চাকরিচ্যুত করা হয়! হাজার হাজার কোটি টাকা গার্মেন্ট মালিকদের বিনা সুদে ঋণ দেওয়া হলেও দিন শেষে শ্রমিক ছাঁটাই করা হয়।অথচ এই সেই দেশেই এক মাসের নাস্তার বিল বিশ কোটি টাকা হয়।
মানুষের নৈতিকতা আর আত্মমর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার কি চিন্তা করে দেখার সময় এখনো আসেনি??আর কতকাল ঘুরেফিরে এই চোর ডাকাত আর দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দিবেন??
এখনো কি একটু চিন্তা করবেন না???
এখনো কি একটু পরিবর্তনের চিন্তা করবেন না??
No comments:
Post a Comment