
করোনায় ১৭ দেশে ৬৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সংক্রমণে গত ৪৮ ঘণ্টায় আরও সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার প্রবাসী বাংলাদেশি এ তথ্য দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেলেও এ দুই দেশে কতজন আক্রান্ত হয়েছেন, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রায় ১৫ হাজার। এ ছাড়া সৌদি আরবে ৭ হাজার, কাতারে ৩ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার, কুয়েতে প্রায় ১ হাজার, বাহরাইনে ৪০০, ইতালিতে ২০০ এবং স্পেনে ১৫০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো
No comments:
Post a Comment