নিজস্ব প্রতিবেদক: ১৭ ই মে ২০২০ রূপসা কলেজ ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মােঃ আক্তারুজ্জামান লিমু এর আয়োজনে রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের দায়িত্বশীলদের উপস্থিতিতে এই করোনা মহামারীর প্রভাবের মধ্যেই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,খুলনা জেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, মােঃ আশিকুজ্জাম তানভীর, রফিকুল ইসলাম লিখন, আজিজুল , রফিক , হেলাল , মেহেদী সহ আরো উপস্থিত ছিলেন, জুয়েল সরদার রিদয় , নয়ন ,সজল , আদর , জহিরুল , শুভ , সাকিব, ইসলাম শেখ , মুরসালিন , রাজ , তানভীর , মৃদুল , রাহাত , সাজেদ প্রমুখ।
No comments:
Post a Comment