করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি জাফরুল্লাহ চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ-খবর নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার জন্য ব্যবস্থা করতে বলেছে। সবাই আমার খোঁজ-খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়েছেন, সকল রাজনৈতিক দলই খোঁজ-খবর নিয়েছেন’। তিনি আরও বলেন, ‘আমার হাসপাতালে যাওয়ার দরকার নাই। তাই যাব না। আসলে আমার চিকিৎসা হলো আমাকে বাসায় থাকতে হবে। আমাকে হাসপাতালে ডায়ালাইসিস করতে হবে, আর এটা (বাসায় থেকে করোনার চিকিৎসা গ্রহণ) করতে হবে’। অপরদিকে গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ আছেন। আজ তিনি তার নিয়মিত চিকিৎসার ধারাবাহিকতায় ডায়ালাইসিস নিয়েছেন এবং ডায়ালাইসিসের পর করোনা চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি নিয়েছেন।
Wednesday, May 27, 2020

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক খোজ খবর নিলেন প্রধানমন্ত্রী
Tags
# জাতীয় সংবাদ
Share This
About amar khobor
জাতীয় সংবাদ
Marcadores:
জাতীয় সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment