উল্লেখ্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশক্রমে জনাব সেলিম প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে উক্ত উপজেলায় দুইটি ইউনিয়ন করে চারটি ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করছিলেন। তারই ধারাবাহিকতায় তৃতীয় দফায় উক্ত উপজেলার কাঞ্চনপুর ও চন্ডিপুর ইউনিয়নে বিএনপি'র সাবেক এবং বর্তমান অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে উক্ত ত্রাণ সামগ্রী তুলে দেন জনাব শাহাদাত হোসেন সেলিম।
জনাব শাহাদাত হোসেন সেলিম বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশক্রমে, ২৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী কর্মহীন অসচ্ছলপরিবারের মধ্যে বিতরণের লক্ষ্যে, আজ তৃতীয় পর্যায়ে আরও দুইটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন এবং পৌরসভাতে প্রাণ সামগ্রী পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং জনাব সেলিম বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন ত্রাণ গ্রহীতার কোনভাবেই যেন ছবি তোলা না হয়।
বিএনপি'র অঙ্গ সংগঠনের যেসকল নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বন্টনে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন তিনি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
No comments:
Post a Comment