রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর হাজিমারা, ইসলামগঞ্জ কারিমিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, শিক্ষাপরিচালক মাওলানা ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক মাও. দিদারুল ইসলামসহ প্রমূখ।
মুঠোফোনে মাওলানা নোমান সিরাজী বলেন, এই মহামারীতে সকল শ্রেণি-পেশার মানুষই বিপাকে পড়েছেন। সেইসাথে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা। এই গরীব ছাত্রদের মুখে হাসি ফোটাতে সহানুভূতির হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, এছাড়াও করোনার শুরু থেকে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রিন্সিপাল মাওলানা নোমান সিরাজী।
No comments:
Post a Comment