উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।।
নড়াইলের নবগঙ্গা নদীতে ফেলা হলো কেমিক্যাল মিশ্রিত ১৫ মণ! ১০ হাজার টাকা অর্থদণ্ড। নড়াইলের লোহাগড়ায় ঝড়ে পড়া আমে কেমিক্যাল ছিটিয়ে পাকানোর সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে অর্থদণ্ড দিয়ে আমগুলো নবগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে ওই উপজেলার কাশিপুর ইউপির শালবরাত গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম মনির ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। নড়াইলের লোহাগড়ার ইউএনও রাখী ব্যানার্জি জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে গাছ থেকে পড়ে যাওয়া ১৫ মণ আম স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে পাকানোর জন্য কেমিক্যাল স্প্রে করছিলেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।তিনি আরো জানান, কেমিক্যাল মিশ্রিত ১৫ মণ আম এড়েন্দা বাজার সংলগ্ন নবগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়েছে। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।।
No comments:
Post a Comment