এফ এম বুরহান,রূপসা প্রতিনিধিঃ রূপসায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন আর, আর,এন করোনার কবলে কর্মহীন পরিবারের মাঝে দুই ধাপে প্রায় ৮০০ প্যাকেট ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন আর আর এন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইজাবুল কায়েস বলেন, "আমরা আমাদের সংগঠনের মাধ্যমে, সাধ্যমত অসহায় মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছি । আমাদের কাছে প্রতিনিয়ত মানুষ আসে সাহায্য পাওয়ার আশায়। কিন্তু আমরা সকলের কাছে পর্যাপ্ত পরিমাণে সাহায্য পৌঁছে দিতে পারছিনা , আমি চাই সমাজের বিত্তবান ব্যক্তিরা এ মহান কাজে সহযোগিতর জন্য এগিয়ে আসুক।
ইফতার বিতারণের সময় উপস্থিত ছিলেন, আর আর এন এর সভাপতি মোঃ ইজাবুল কায়েস, সহ-সভাপতি কবির পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ সংগঠনটির সকল স্বেচ্ছাসেবক।
No comments:
Post a Comment