মোঃ নাঈম মিয়া ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মহামারির কারনে সৃষ্ট দূর্যোগে হেন্সম্যান সোসাইটির উদ্যোগে ভৈরব থানার আওতাধীনে কালিকা প্রসাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ২০ মে বুধবার বিকালে ৪ টার সময় বাড়ি বাড়ি গিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ-শুভেচ্ছা উপহার পৌঁছিয়ে দেন হেন্সম্যান সোসাইটির এর সদস্য বিন্দু। এবং সাবিকভাবে সহযোগীতা করছেন সুহাইল খাঁন।
এসব উপহার গুলো হলোঃ
সেমাই, দুধ,চিনি,ডিম,কিসমিছ ইত্যাদি।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ নাঈম ইসলাম বলেন, করোনা মহামারিতে সৃষ্ট লকডাউনের এই দূরাবস্থায় যেন ভৈরব কালিকা প্রসাদ এলাকার অসহায় মানুষগুলোর যেন পবিত্র ঈদুল ফিতরের দিন আনন্দের কোন কমতি না হয় সে কথা মাথায় রেখে তাদের নিজ অর্থায়নে কিছু পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ-শুভেচ্ছা উপহার প্রদানের উদ্যোগ নেওয়া হয়। সকল মানুষ নিজেদের সাধ্যমত অসহায় মানুষেমানুষের পাশে দাঁড়ানো উচিত বলেন। কালিকা প্রসাদ গ্রামবাসীরা জানান, এই এসব ভালো কাজের জন্য হেন্সম্যান সোসাইটি সংগঠন এলাকায় অনেক জনপ্রিয় লাভ করে।
No comments:
Post a Comment