
দুই মাসেরও অধিক সময় রাজধানী ঢাকা ছিল ফাঁকা। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ছাড়া ব্যস্ত এই শহরকে চেনাই যেত না। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সাধারণ ছুটি দিয়ে রেখেছিল। তবে ৬৬ দিন পর ছুটি শেষে অফিসপাড়া কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠেছে। রাজধানীর আনাচে-কানাচে প্রায় সব প্রতিষ্ঠানই খুলে গেছে। তবে সরকারের তরফে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে অফিস করতে হবে। এদিকে দীর্ঘ ছুটির পর রাজধানীর চিরচেনা চেহারা স্বরূপে ফিরেছে। রোববার সকাল থেকেই দেখা গেছে রাজপথে গাড়ির জটলা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুলেটিনে জ্যামিতিক হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবরেও যেন কারো ভীতি নেই মনে। ঢাকার পথে পথে মানুষ আর মানুষ। দলে দলে যোগ দিয়েছেন কর্মস্থলে। সকালেই বাড্ডা, মহাখালী, কারওয়ান বাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে সড়কে গাড়ির জটলা। গণপরিবহনগুলোর কিছু স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে। আবার কোনোটিতে তা মানা হচ্ছে না
No comments:
Post a Comment