শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শিল্পাঞ্চল খালিশপুরে পুলিশের একজন সদস্যসহ ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনার একজন, বাগেরহাটের তিনজন ও ঝিনাইদহের দুইজন। আজ শুক্রবার (২৯ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২৪টি। এদের মধ্যে মোট ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, খুলনায় শিল্পাঞ্চল খালিশপুরে পুলিশের একজন সদস্য (২০) আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের দুইজনের মধ্যে একজন সদরের, আরেকজন শৈলকূপা এলাকার। এছাড়া বাগেরহাট জেলার শরনখোলায় তিনজনের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
No comments:
Post a Comment