রূপসা প্রতিনিধিঃ এই ঈদে অনেক অসহায় পরিবার হয়তো দেখবেনা সেমাই চিনির মুখ।
তাই মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে- একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? এই উপপাদ্যকে বুকে ধারণ করেই খুলনার রূপসা উপজেলার ৫টি ইউনিয়নেই অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে রূপসা ব্লাড কাফেলা নামক মানবদরদী স্বেচ্ছাসেবী সংগঠন।
তারা উপজেলার আইচগাতি, শ্রীফলতলা, নৈহাটি,ঘাটভোগ,ও টি এস বি ইউনিয়নের একেবারে হতদরিদ্র মানুষের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
রূপসা ব্লাড কাফেলা এর প্রতিষ্ঠাতা পরিচালক এফ এম বুরহান জানান, আমরা এমন ব্যক্তিদের খুঁজে বের করে ঈদ উপহার পৌঁছে দিয়েছি যারা লজ্জা রেখে না খেয়ে মরতে রাজি কিন্তু কাওকে অভাবের কথা জানাই না । আমরা আমাদের নিজ অর্থে সাধ্যমত দিয়েছি । যদি কোনো বিত্তবান ব্যাক্তি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা আরো অনেক পরিবারকে সহায়তা করতে পারতাম।
No comments:
Post a Comment