আবদুল করীম, নোয়াখালীঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে প্রথম নোয়াখালীতে আসেন। ঐ সময় তিনি নোয়াখালী জিলা স্কুলে আওয়ামীলীগের সাংগঠনিক সফরে আসেন। ২য় সফর ১৯৬২ সালে, তখন মাইজদী করাচী বাড়ি মাঠে তিনি বক্তব্য রাখেন। ৩য় বার ১৯৬৩ সালে ট্রেনে করে নোয়াখালীতে আসেন এবং চৌমুহনী দারুল উলুম মাদ্রাসা মাঠে আওয়ামীলিগের কাউন্সিলে বক্তব্য রাখেন। ৪র্থ বার ১৯৬৯ সালে আসেন নোয়াখালী হাতিয়া উপজেলায়। সেখানে তিনি হাতিয়া দ্বীপ কলেজের ভিত্তি স্থাপন করেন। ৫ম বার ১৯৭২ সালে তিনি আসেন নোয়াখালী মাইজদীতে। সেখানে তিনি নোয়াখালী প্রেস ক্লাবের ভিত্তি স্থাপন করেন। ৬ষ্ঠ বার ১৯৭২ সালেও নোয়াখালী মাইহদীতে আগমন করেন।
এসময় নোয়াখালীর আওয়ামিলীগ নেতারে মনে করেন- নোয়াখালীতে বঙ্গবন্ধুর আগমন সেগুলো কোথায় কোথায় হয়েছিলো এবং সেখানে কি কি কথা হয়েছিলো তা বিস্তারিত বের করে নোয়াখালী বাসীদের জানিয়ে দেওয়া হবে বলে আশা করেন তারা।
No comments:
Post a Comment