আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর গ্রামের ভূঁইয়া বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করছে। এ নিয়ে রামগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্হানীয় সুত্রে জানাযায়, উদয়পুর ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিন ভূঁইয়া ও তার ভাই আবুল হোসেন ভূঁইয়ার মাঝে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে এরই সুত্র ধরে শুক্রবার (৮ মে ২০২০ইং) সকাল সাড়ে ১১ টায় জসিম ভূঁইয়া তার গোশালা গরুর মল-মুত্র পরিস্কার করিতেছিল এমতাবস্থায় আবুল হোসেন (৬০), তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫),ছেলে জিশান(২৫) ও মেয়ে তানিয়া আক্তার (২৩) দেশীয় অস্ত্র লোহার রড,এসএস পাইব ও লাঠি নিয়ে গোশালা পরিস্কার করতে গিয়ে রাস্তায় কেন পানি এসেছে এ অজুহাত দেখিয়ে জসিম ভূঁইয়া (৪৫) কে পিটিয়ে গুরুতর আহত করে এ-সময় তার আত্ম চিৎকারে তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) কলেজ পড়ুয়া মেয়ে লিজা আক্তার (১৮) ও স্কুল পড়ুয়া ছেলে নিশাদ (১৩)কে ও পিটিয়ে গুরুতর আহত করে। পারে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তী করিয়ে দেন ।
এব্যাপারে চিকিৎসাধীন জসিম ভূঁইয়া জানান, গত ১৫ দিন পূর্বে ও তারা আমার ঘরের দরজা -জানালা ব্যাপক ভাংচুর করে এবং ০৯ মে শনিবার সকালে আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এরই মাঝে তারা গোশালা থেকে গরুর মল-মুত্র নিয়ে আমার বসতঘরের দরজায় ছুড়ে রাখে।
অভিযুক্ত আবুল হোসেন ও জিশান জানান, তারাই প্রথম আমাদের উপর হামলা চালায় ।
রামগঞ্জ থানার এএসআই শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment