রূপসা উপজেলায় সমাজের কল্যাণে নিবেদিত একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নাম "রূপসা ব্লাড কাফেলা"।সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র বিনামূল্যে রক্তদানকে কেন্দ্র করে।
কিন্তু তারা ইতোমধ্যে সমাজের কল্যাণে বিভিন্ন সময় যুগোপযোগী উদ্দ্যোগ গ্রহণ করে তারা তা বাস্তবায়ন করে চলেছে।
আবহাওয়া বার্তায় তারা জানতে পারে যে, কিছু দিনের মধ্যে ঘূর্ণিঝড় আফফান দেশে আঘাত হানতে পারে কিন্তু এদিকে নেই কৃষকের পাকা ধান কেটে ঘরে তোলার মতো যথেষ্ট ধানকাটা শ্রমিক ।
তাই তারা উদ্যোগ নেয় যে, তারা বিনামূল্যে স্বেচ্ছায় কৃষকের পাকা ধান কাটতে সহযোগিতা করবে এবং তারা তা বাস্তবায়নও করে কিন্তু এই সোস্যাল মিডিয়া যুগে তারা কোনো ছবি না তুলে সমাজের সকলের কাছে ভালোবাসার জায়গা করে নিয়েছে।
ছবি না তোলার বিষয়টি জানতে চাইলে তারা বলে, "আমরা ছবি তুলে সমাজের কাছে সমালোচিত হতে চাইনি । এজন্য আমরা প্রতিবেশীর ধান কেটেছি যেন আমাদের স্বেচ্ছাসেবকরা কোন প্রকার ছবি তুলতে যেন লজ্জা পায়।
No comments:
Post a Comment