কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোবিন্দপুর এলাকায় সাবেক উপজেলা সভাপতি এবং জেলা ইশা ছাত্র আন্দোলনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তানভীর আহমাদ তার নেতৃত্বে উপজেলা শাখার ১৫ জন কর্মীকে সাথে নিয়ে কৃষকের প্রায় ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেন।
সরেজমিন গিয়ে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে উপজেলায় শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে মাধখলা গ্রামের কৃষক খাইরুল ইসলাম তার ৩০ শতাংশ জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ইশা ছাত্র আন্দোলনের কর্মীরা আলোচনা করে ওই কৃষকের ধান কাটার সিদ্ধান্ত নেন।
এতে আরো অংশ নেন ইশা ছাত্র আন্দোলন হোসেনপুর উপজেলা সহ সভাপতি রবিউল ইসলাম, পৌর সভাপতি জাকারিয়া হোসেন, হোসেনপুর সরকারি কলেজ সভাপতি রাকিবুল হাসান, গোবিন্দপুর ইউপি সভাপতি এহসানুল হক তামিম, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি জোবায়ের আহমাদ প্রমুখ।
No comments:
Post a Comment