এম.আমিনুল ইসলাম,প্রতিনিধি:
বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিট হতে বিকেল ৫ টা পযর্ন্ত রাজাপুর সরকারী কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন সিএমএইচ বরিশাল’র পরিচলনায় ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন’র ব্যবস্থাপনায় অভিজ্ঞ চিকিৎসক ও সেনাসদস্যরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা (ব্যবস্থাপত্রসহ ঔষুধ) দেয়। রাজাপুরে নতুন উদ্যোমে চিকিৎসা নিতে আসা মানুষের শরীরের তাপমাত্রা পরিক্ষা, জীবাণুনাশক স্প্রের মাধ্যমে শরীর জীবানুমুক্ত করে অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করেন।কোভিড 19 করোনা ভাইরাস এর মহামারীর পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা জটিল রোগের চিকিৎসা নিতে ঘর থেকে হাসপাতালে যেতে পারছেনা তখনই সেনাবাহিনীর মেডিকেল টিম ফ্রি চিকিৎসা সেবা দিলেন রাজাপুরের সাধারণ মানুষকে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্নেল মো:সারওয়ার-ই-আলম (পিএসসি) এর নেতৃত্বে মেজর ডা: শারমিন হক সহ সেনাসদস্যরা।
লে: কর্নেল মো:সারওয়ার-ই-আলম (পিএসসি) জানান, আমরা এই সময়ে সম্মানিত সেনা প্রধানের নির্দেশনায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ পৌছে দেয়া,বিজ বিতরন করা,সচেতনতা মূলক কার্যত্রুম সহ চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছি।
চিকিৎসা নিতে আসা অসুস্থ ব্যাক্তিরা জানান,দেশের এই সময়ে অনেক হাসপাতালে গিয়েও চিকিৎসা মিলে না,বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দোগে রাজাপুরে মেডিকেল টিম এসে আমাদের চিকিৎসা সেবা প্রদান করতেছে এবং ফ্রি ঔষুধ দিচ্ছে এতে আমরা অনেকেই উপকৃত হয়েছি ।
No comments:
Post a Comment