
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আজ বুধবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় চলার সময়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আম্পানে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর মিলছে। এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সন্ধ্যা ছয়টায় কলকাতার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতায় এই তাণ্ডব চলবে আরও তিন ঘণ্টা। ঝড়ের বেগ বেড়ে ১৫০ কিলোমিটার হতে পারে। তবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের খবর এখনো আসতে পারেনি। তবে মনে করা হচ্ছে সুন্দরবন এলাকার বহু বাড়িঘর, গাছপালা ভেঙে পড়েছে।
সূত্রঃঃ প্রথম আলো
No comments:
Post a Comment