রামগঞ্জ প্রতিনিধিঃ- করোনা মহামারিতে আটকে পড়া অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে দাড়িয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের কে.এম. ইউনাইটেড একাডেমী ব্যাচ-১৪
আজ (২১ মে) বৃহস্পতিবার তাদের উদ্যোগে মাঝিরগাও, কাশিমনগর, জগতপুর, তাহেরপুর সহ বিভিন্ন জায়গায় ঈদ উপহার সামগ্রী (সেমাই চিনি) বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কে.এম ইউনাইটেড একাডেমীর ব্যাচ-১৪ সকল ছাত্র।
ব্যাচ-১৪ ছাত্ররা জানান, আমাদের পক্ষথেকে এই ছোট্র উপহারটুকু অসহায় মানুষ গুলোকে দিতে পেরে সত্যি খুব গর্ববোধ মনে করি। এই মহামারীতে সবাই ভালো থাকুক এটাই প্রত্যাশা করি।
No comments:
Post a Comment