
ডা. জাফরুল্যার স্ত্রী শিরিন হক এবং ছেলে বারিশ করোনা ভাইরাসে অাক্রান্ত। বরিবার রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণস্বাস্থ্যের কিট এবং পিসিঅার ল্যাব উভয় টেস্টে তাদের করোনা ধরা পড়েছে। এর আগে গত ২৪ মে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এখনও সুস্থ হননি।
No comments:
Post a Comment