উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের পল্লীতে পুলিশের দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার গ্রেফতার-৮। নড়াইলের কালিয়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছে কালিয়া থানা পুলিশ। ওই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
বুধবার সকালে উপজেলার জোকা গ্রামে সংঘর্ষ ঠেকাতে গিয়ে আতিকুর রহমান নামে একজন পুলিশ কনস্টেবল দুর্বৃত্তদের ছোড়া অস্ত্রের আঘাতে আহত হন। গ্রামবাসীর বিরুদ্ধে মামলার খবর প্রচার হলে রাতেই গ্রামটি পুরুষশূন্য হয়ে যায়। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, অভিযোগে বলা হয়েছে, উপজেলার ওই গ্রামের আব্দুল হাই শেখের এক খণ্ড জমি এই গ্রামের কায়েম শরীফের কাছে বিক্রি করাকে কেন্দ্র করে হাই শেখ ও কায়েমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কায়েম শরীফের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সশস্ত্র লোক হাই শেখের স্বজনদের বাড়ি বাড়ি হামলা করে। ওই হামলার জের ধরে বুধবার সকাল নয়টার দিকে বিবদমান ওই দুটি গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশসহ প্রায় ১৫ জন আহত হন।খবর পেয়ে কালিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের দিকে ছোড়া অস্ত্রের আঘাতে কনস্টেবল আতিকুর রহমান আহত হন। পুলিশ সদস্য আহতের ঘটনায় এসআই জাহিদুল ইসলাম ওই রাতে ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। পরে মামলার আসামি সরোয়ার শেখ (৫০), সিরাজ গাজী (৩৩), আজাদ খান (৫৫), বাদশা খান (৫৮), আজিজ কাজী (৩৪), দিন ইসলাম মোল্যা (৩৩), জুয়েল শেখকে (২৬) গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।
No comments:
Post a Comment