নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকায় ও বেশী দামে মালামাল বিক্রি করার অপরাধে রূপসা উপজেলার আলাইপুর বাজার, পালেরহাট বাজার, আব্দুলের মোড়, সেনের বাজার, রাজাপুর বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৫ জন ব্যবসায়ীকে পাঁচ হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছেন।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই জরিমানা করেন।
পরে আইচগাতী ইউনিয়নে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার নির্ধারিত মূল্যে টিসিবি কর্তৃক খাদ্যদ্রব্য বিক্রি তদারকি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রব্য ক্রয় নিশ্চিত করা হয়।
No comments:
Post a Comment