এফ এম বুরহানঃ ঘটনাটি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলা মোড়ের
আজ থেকে 2-3 দিন আগে, ঈদের আগের দিন অর্থাৎ চাদরাতের দিনের বেলায় ঠিক আসরের দিকে। নিচের ছবিতে ঠিক গরুগুলোকে যে স্থানে দাঁড়ানো দেখছেন, ঠিক ওই জায়গায় ঈদ উপলক্ষে একটি গরু জবাই করা হয়েছিল , তাই ওখানে লেগে আছে গরুর তাজা রক্ত এই বৃষ্টিতে ধুয়ে গেছে তা কিন্তু ধুয়ে যায়নি রক্তের ঘ্রাণ অথবা গন্ধ।
এই গরু গুলো প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের নাকে প্রতিদিনই ভেসে ওঠে জবইকৃত গরুর রক্তের ঘ্রাণ।
আর যখনই রক্তের ঘ্রাণ গরুগুলোর নাকের মধ্যে যায় তখনই তারা পাগল হয়ে ওঠে, ওইখান থেকে যেতে চায় না, ঐ স্থানে আসলেই লাফালাফি শুরু করে , তারা দৌড়াদৌড়ি করে।
আমরা গরুকে বলদ বলি আসলে তা না, গরুর ও একটি মানসিক শক্তি আছে, তারা তার মৃত ভাইয়ের রক্তের ঘ্রাণে খুব কষ্ট পায়
সুতরাং আমরা যারা গরু জবাই করি, ছাগল জবাই করি যেন আমরা তাদের চলাচলের স্থানে যেন জবাই না করি।
No comments:
Post a Comment