লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় করোনা মহামারীতে বিপাকে পড়া ছিন্নমূল মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রামগঞ্জ এস.এস.সি-১৩ ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার ও শুক্রবার (২০-২১ মে) রাতে প্রায় শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেয় তারা।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, তৈল, ময়দা, দুধ, চাল-ডাল পেয়াজ,আলু সাবান,লবণ ইত্যাদি। এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে রামগঞ্জ এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা।
ব্যাচ-১৩ শিক্ষার্থীরা সাংবাদিককে জানান, আমাদের কারো ঈদ শপিংএর টাকা কারো চলার টাকা দিয়ে এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাড়াতে সক্ষম হয়েছি। আমরা মনে করি অসহায় মানুষের পাশে সমন্বিতভাবে সকলের এগিয়ে আসা প্রয়োজন। আমরা ব্যাচ-১৩ সব সময় অসহায় ছিন্নমূল মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment