আকাশ বাতাস কাঁপিয়ে যারা
তুলেছিল রবের ধ্বনি
মাথায় টুপি,তাসবিহ হাতে
সফেদ পোশাকে ওরা কারা? নাহি জানি।
ওরা আমাদের ভাই!
যারা শহিদ হয়েছে শাপলায়
বুলেট বোমার আঘাতে যাদের নিথর দেহ
পড়েছিল ফুটপাতে আর নালায়।
ওরা মরেনি,মরতে পারে না
অমর রবে যুগ যুগ ধরে
তাদের তাজা রক্ত বৃথা যাবে না
রক্ত সেদিন পূণ্য হয়ে ফিরবে ঘরে।
ওদের কি অপরাধ ছিল?
খোদার মান বাঁচাতে রাজপথে নেমেছে
রাসূলের অপমান সইতে পারেনি
তাই, বুলেটের অাঘাতে বুক ঝাঁঝরা করেছে।
আমি শহিদের কথা বলছি
যাদের রক্তে রঞ্জিত হয়েছে শাপলা চত্বর
যাদের সফেদ টুপি,তসবিহ পড়েছিল রাজপথে
রক্তে লালে লাল দেহ হয়েছে নিথর।
কতেক মুনাফিক শয়তান
করেছে লাশের ব্যবসা
গুলি এসে সেদিন লাগে চোখে
পৃথিবী দেখে ঝাপসা।
আজ নয় কাল,কাল না হয় পরশু
ঐ হায়েনাদের বিচার হবে
যাদের হাতে লেগে আছে পবিত্র রক্ত
ঐ রক্তের শোধে ছাড় নাহি দিবে।
রচনাকালঃ ০৫/০৫/২০২০
No comments:
Post a Comment