
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত সেখানে মারা গেছে ৭২ হাজার ২৭১ জন। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩। বিশ্বের ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৬ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের।
No comments:
Post a Comment