নিজস্ব প্রতিনিধি, ১৪ মে: "কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ";
"মানবতার জয় হোক, মানবতার জয় হবে"।
-স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় ধারাবাহিকভাবে পঞ্চম দিনেও ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হানের নেতৃত্বে একজন অসহায় কৃষকের ২৯ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ১০ জন নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু মোল্লা, ছাত্রনেতা ফরহাদ, মহররম, স্কুল ছাত্রলীগ নেতা পাবেল, তানবীর প্রমুখ।
এই মানবসেবা মূলক কার্যক্রম সম্পর্কে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান বলেন, "আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে করোনা ভাইরাসের লক ডাউনের মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে যথাসাধ্য ত্রাণ দিয়ে যাচ্ছি এবং বই-খাতা ঘরে রেখে, কাস্তে হাতে হতদরিদ্র কৃষকের ধান কাটার উদ্যোগ নিয়েছি এবং ধারাবাহিক ভাবে কার্যক্রম অভ্যাহত রেখেছি। আমার ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দের সাথে কার্যক্রমে সম্পৃক্ত রেখেছেন। যেসকল নেতৃবৃন্দ কর্মসূচিতে সম্পৃক্ত এবং যারা অনুপ্রেরনা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ"।
No comments:
Post a Comment