সেই কবে থেকে বলছি বাবা,
নতুন একটা জামা দিবা।
রোজা রেখেছি না খেয়ে,
চাইনি কভু তেমন কিছু।
শুধু একটা জামা চাইলাম,
আর মাথা করলে নিচু।
ইফতারিতে ইরফান খায়
আম কাঁঠাল লিচু
আম্মুর কাছে খেজুর চাইলে
দেয় আমায় কচু
কথা বলো তুমি বাবা
ঘুরে বসে না পিছু
সেহরিতে চাইনি বাবা
তোমার কাছে গোস্ত
ঈদে একটা জামা দেও
দেখবে আমার দোস্ত
বড় বড় কথা বলে
পাশের বাড়ির মোস্ত
মা, ও মা, দেখ সেই কখন থেকে
বলছি আমি কথা
আমার উপর রাগ করে বাবা
তুলছে না যে মাথা
বাবার চোখে জল কেন
কে দিয়েছে ব্যাথা
থাক বাবা লাগবে না জামা
কেঁদো না তো তুমি
তোমার চোখে দেখলে পানি
No comments:
Post a Comment