মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী কক্সবাজার প্রতিনিধি::
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া ২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনা (আমের) বিষয় নিয়ে ভাই ভাইয়ে কথা কাটাঁকাটির এক পযার্য়ে মারামারিতে ভাইয়ের হাতে ভাই ছালেহ আহমদ প্রকাশ (মানিক) খুন হয়েছে।
জানা যায়, ১৫ই মে ভোর সাড়ে ৫ টায় ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ই মে (শনিবার) রাত ১১ টা ৪৫ মিনিটে মৃত্যু বরণ করেন।
পারিবারিক তথ্যমতে জানা যায়, আব্দুল গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মানিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আহত মানিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর-এর কাছ থেকে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা, গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
No comments:
Post a Comment