মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে নতুন করে আরও ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ নিয়ে মধুপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ জনে। মধুপুরে নতুন করে করোনা আক্রান্ত ঐ রোগী উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৫ ই মে) সকালে মধুপুরের করোনা আক্রান্ত ঐ রোগীর তথ্য নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইসলাম।
মধুপুরে এর পূর্বে রানিয়াদে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও গোবুদিয়া এলাকায় একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি কয়েকদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। এছাড়াও মধুপুর পৌর এলাকার টেংরিতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ির আরও একজন করোনায় আক্রান্ত হলেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানিয়েছেন, “মধুপুরের নতুন ঐ করোনা আক্রান্ত রোগীর বাড়িটি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ঐ রোগীকে বিশেষ ব্যবস্থায় বাড়িতেই রাখা হয়েছে।
No comments:
Post a Comment