মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি::
মহেশখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ ৩দিন পর উদ্ধার হয়েছে। তার নাম মাশুকা আক্তার (১১)।
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে বাঁকখালী পয়েন্টে চর জালে মাছ ধরতে যায় গত ৮ মে, সেই থেকে নিখোঁজ হন এই স্কুল ছাত্রী।
স্থানীয়রা জানান, ১১ মে (সোমবার) বেলা ১১ টার দিকে জেলের ফোনের সংবাদের ভিক্তিতে মরাদেহটি উদ্ধার করে তার পরিবার। মরা দেহটি পচে গলে যায়, তার গায়ের জামা দেখে তাকে শনাক্ত করা হয়।
আজ দুপুর ১ টায় তাকে দাপন করা হয়েছে।সে কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া গ্রামের জেলে গিয়াস উদ্দিনের মেয়ে। সে মেহেরিয়াপাড়া সরকারি প্রথামিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় জেলে জসিম জানান, সেই যে স্থানে নিখোঁজ হয়েছিলো সেই ঘটনাস্থলের উত্তরে প্রায় আড়াই কিলোমিটার দূরে মুদির ছড়া নদী পয়েন্টে তার লাশ পাওয়া গেছে। জেলে ও স্থানীয়দের সহায়তায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পরিবার কে খবর দেয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন।
No comments:
Post a Comment