রামগঞ্জ প্রতিনিধিঃ কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসে আটকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা।
গত এক সপ্তা যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন কর্মসূচি পালন করেছে দলটি।
আজ (২৯ এপ্রিল) বুধবার,ইসলামী আন্দোলন এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর নির্দেশ ক্রমে উপজেলার ২নং নোয়াগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় তিনটি বড় জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেন আন্দোলনের নেতাকর্মী।
এসময় দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাবেক ছাত্রনেতা মোঃ মাহমুদুল হাসান,ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি সভাপতি শামছুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কামাল হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোবারক হোসেন, মোঃ এমরান হোসেন, ইশা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল মেহেদী হাসান, রিফাত হোসেন, মোঃ ওয়াশিমসহ প্রমূখ।
ইউপি সভাপতি শামসুল ইসলাম সাংবাদিককে জানান, আমাদের কর্মসূচি চলতে থাকবে। করোনা মহামারীতে আটকে পড়া কৃষকসহ দিনমজুর, অসহায় খেটে-খাওয়া মানুষগুলোর পাশে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২নং নোয়াগাও ইউনিয়ন শাখা।
No comments:
Post a Comment