মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আরো ৫ জন করোনা রোগী পাওয়া গেছে। এদের প্রত্যেকে ঢাকা থেকে আগত বলে খবর পাওয়া গেছে। জানা যায়, আজ ২৪ এপ্রিল কক্সবাজার মেডিকেল থেকে তাঁদের রিপোর্ট পজেটিভ আসে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মহেশখালীর বাহিরের থেকে আসা সন্দেহভাজন বিভিন্ন যায়গা থেকে তাঁদের খোঁজ করে স্যাম্পল নিয়ে আসা হয়। তন্মধ্যে ৫ জনের নমুনা পজেটিভ আসে।
আক্রান্ত ৫ জন ব্যাক্তিরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের ১জন তার বাড়ি ডেইল্যাঘোনা। বাকি ৪ জন হলেন- কালারমারছড়া ইউনিয়নের। তাদের বাড়ি যথাক্রমে- চালিয়াতলি, বড়ুয়াপাড়া, ইউনুছখালী ও নয়াপাড়া। আক্রান্ত রোগীরা ২৫ - ৩৫ বছর বয়সের।
এনিয়ে মহেশখালীতে এ পর্যন্ত মোট ৮ জন করোনা রোগী সনাক্ত হলো। পুরাতন ৩ জনকে মহেশখালী পৌরসভাস্থ লিডারশীপ কলেজের আইসোলেশনে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, তাঁদের অবস্থা উন্নতির দিকে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মাহফুজুল হক বলেন- আক্রান্ত ব্যাক্তিদের তড়িৎ কক্সবাজার রামু স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার শিদ্ধান্ত হয়েছে।
No comments:
Post a Comment