আজ কমলনগরের ক্ষুদে সংবাদকর্মী শাহাদাত হোসেন সুমন এর জন্মদিন। ২১ শে এপ্রিল মঙ্গলবার এই তরুন সংবাদকর্মীর ২০ বছর পূর্ণ হলো। শাহাদাত হোসেন সুমন কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নে ২০০০ সালের ২১ এপ্রিল জন্মগ্রহন করেন। তিনি চরকাদিরা ইউনিয়নের সাফি উল্যার ছেলে। তার মায়ের নাম জয়গুন বানু। শাহাদাত হোসেন সুমন একজন শিক্ষার্থী ও সংবাদকর্মী। বর্তমানে তিনি কমলনগর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। লেখালেখিও করছেন দেশের জাতীয় ও স্থানীয় কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকায়। তিনি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার কমলনগর প্রতিনিধি ও দৈনিক সময়ের খবর পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এছাড়াও তিনি স্থানীয় নিউজ পোর্টাল ''লক্ষ্মীপুর একাত্তর ও আমার খবর টুয়েন্টিফোরে সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। শাহাদাত হোসেন সুমন বলেন, গতবছর থেকে আমি সংবাদ সংগ্রহ ও লেখালেখিতে মননিবেশ করি। সবসময় চেস্টা করেছি আমার লিখনির মাধ্যমে সত্য তুলে ধরতে। ভবিষ্যতেও যেন আস্থা ও নিষ্ঠার সাথে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে পারি সেজন্যে সকলের দোয়া চাই।
Tuesday, April 21, 2020

আজ ক্ষুদে সংবাদকর্মী শাহাদাত হোসেন সুমন এর জন্মদিন
Tags
# জন্ম বার্ষিকী
Share This
About amar khobor
জন্ম বার্ষিকী
Marcadores:
জন্ম বার্ষিকী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment