রামগঞ্জ সংবাদদাতা: বিশ্বব্যাপি কোভিড-১৯ মহামারী করোনা আতঙ্কে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় ও খেটে খাওয়া মানুষজন। দেশের প্রায় সকল নাগরিক বাড়িতে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছেন এসকল মানুষগুলো।
এই সময় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী 'ভালোবাসার বন্ধন' নামের প্যাকেট বিতরণ করেন দৈনিক সময়ের আলো ও বাংলাদেশ জার্নাল পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ কাউছার হোসেন।
বুধবার সকাল থেকে পৌর আঙ্গারপাড়া বিভিন্ন বাড়িতে গিয়ে গ্রামের গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। যার প্রতি প্যাকেটে ছিল চাল,ছোলার ডাল,আলু,পেয়াজসহ ইত্যাদি।
সাংবাদিক মোঃ কাউছার হোসেন বলেন, সমাজের বিত্তশালী লোকজন এসকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এদের বেঁচে থাকার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করলে এ মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। আজকে আমার এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল সমাজের উচ্চ শ্রেণির মানুষরা যেন এসকল ছিন্নমূল মানুষদের জন্য এগিয়ে আসে এবং তাদের পাশে থাকে।
No comments:
Post a Comment