আমান উল্লাহ চকরিয়া,(কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার রোডস্থ বরইতলী ফয়জুল উলুম মাদরাসা এলাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী মাদরাসা প্রধান পরিচালক মাওলানা মুফতি শোহাইব নোমানীর নির্দেশে করোনার মহামারিতে গনজমায়েত বন্ধ করার লক্ষ্যে স্থানীয়দের জমায়েত করে আড্ডা বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে মাদরাসা ছাত্র আরিফুল ইসলাম (২২)কে বেধম মারধর করা হয়েছে। আহত ছাত্র বরইতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডেইঙ্গাকাটা গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে।
হামলাকারীদের মধ্যে; শান্তিবাজার এলাকার মুফতি আবু তাহেরের পুত্র ইলিয়াছ, নোমান ও তকি সহ কয়েকজন বখাটে রয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এনিয়ে মাদরাসা কমিটির সভাপতি সাহাব উদ্দিনকে বিচার দায়ের করা হলে তিনি ৪দিনেও কোন বিচার করতে পারেননি। উল্টো আহত ও প্রতিবাদি ছাত্র আরিফকে শাসনের চেষ্টা করছেন। স্থানীয়রা জানিয়েছেন, করোনার মহামারিতে সরকারের নির্দেশনা জানিয়ে সতর্ক করে দেয়া কি তার অপরাধ?
হামলার শিকার আরিফুল ইসলামের পরিবার মামলার প্রস্তুতি নিয়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ পূর্বক আইনী প্রতিকার চেয়েছেন।
No comments:
Post a Comment