আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে ১০ টাকা কেজি মুল্যে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার লক্ষ্মীধরপাড়া বাজারে ভোলাকোট ইউনিয়নের দেহলা,আথাকরা, দেবনাগর, লক্ষ্মীধরপাড়া, ভোলাকোট গ্রামের প্রায় ১৭০ পরিবারের মাঝে এই ১০ টাকা মুল্যের ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।চাউল বিতরনের সার্বিক তত্তাবধানে ছিলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিক।এসময় তিনি চাউল নিতে আসা হতদারিদ্রদের উদ্দেশ্যে বলেন,বর্তমানে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে যারা গৃহবন্ধী রয়েছেন তাদের জন্য লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার খান নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করবেন।এর থেকে বাদ পড়বেনা ভোলাকোট ইউনিয়নের হতদরিদ্র জনগন।সঠিক তালিকা প্রনয়ণ করে উক্ত খাদ্যসামগ্রী পৌছে যাবে দুস্থ অসহায় মানুষের বাড়িতে।সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে গুরাফিরা না করার আহবান জানিয়েছেন তিনি।
No comments:
Post a Comment